সরকারি নাজির আখতার কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন

শিমন আহম্মেদ বাদল
সরকারি নাজির আখতার কলেজে পবিত্র ঈদ -ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে বিজ্ঞান ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক ওবায়েদ ওয়ালীর সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক,সহযোগী অধ্যাপক এইচ,এম শহীদুল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন,মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ আব্দুস সবুর, মোছাঃ নাসরীন আক্তার,মোঃ ইয়াকুব আলী, প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোছাঃ কামরুন নাহার, মোঃ আবু সাঈদ,সজল কুমার মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস,মোছাঃ নুসরাত জাহান মারুফা, মোছাঃ তহমিনা আখতার, মোঃ মনোয়ারুল ইসলাম, মোছাঃ সুরাইয়া সুলতানা মোহনা, মোঃ পারভেজ মোশারফ, সরোয়ার জাহান অনিক, খণ্ডকালীন শিক্ষক অরুণ কুমার চাকী, দিলরুবা খাতুন,মনিরা খাতু্নসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবদুল কাইয়ুম।