বগুড়ার খবর

সাবেক এমপি সাহাদারা মান্নানসহ ২০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

সোনাতলা, (বগুড়া) প্রতিনিধি

গত ৫ আগস্ট সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির (ভোকেশনাল শাখা) ছাত্র সাব্বির হাসানকে হত্যার ঘটনায় নিহতের পিতা গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের শাহিন আলম বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি মামলায় বগুড়া-১ সোনাতলা সাবেক এমপি সাহাদারা মান্নান শিল্পী, তার পুত্র সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জন চন্দ্র রায়, দিগদাইড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুর রহমান পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী সুখানপুকুর নতুন পাড়ার বাসিন্দা শাহানুর ইসলাম শাকিলসহ সর্বমোট ২০জনকে আসামী করেছেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, ছাত্র -জনতার আনন্দ মিছিলে হামলায় স্কুল ছাত্র সাব্বিরকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক সাংসদ সাহাদারা মান্নানকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামী করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে তারা আত্মগোপনে থাকায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button