বগুড়ার খবর

বগুড়ায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও তার দোসরদের বিচারের দাবিতে বগুড়ায় গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে। এ লড়াইয়ে অসংখ্য ছাত্র-জনতা শহীদী আত্মদান করেছেন। আমরা শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনগণের এ সংগ্রামী বিজয়কে আমরা কোনো ভাবেই নস্যাৎ হতে দিতে পারি না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। দেশের জনগণ শেখ হাসিনাসহ তার দোসদের বিচার চায়। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রতিটি ঘটনার বিচার এই বাংলার মাটিতে করা হবে। বিএনপি সব সময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।
সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় গণ অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহম্মেদ খান রুবেল, বিএনপি নেত্রী নাজমা আক্তার, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button