বগুড়ার খবর

আলোর প্রদীপ যুব সংগঠন কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি

 

আমরা আলোর প্রদীপ পরিবার আজ অত্যন্ত মর্মাহত। আপনারা সকলেই অবগত আছেন আমরা আলোর প্রদীপ পরিবার একটি অরাজনৈতিক সামাজিক সেবাধর্মী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। আমরা দীর্ঘ ১৬ বছর যাবত সমাজের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়ারোধ সহ বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কাজের এই সাফল্যের ধারাবাহিকতায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল গত ০৫ আগস্ট ২০২৪ সোমবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে ২০/২৫ জনের একটি সশস্ত্র দূর্বৃত্তদল সংগঠিতভাবে আলোর প্রদীপ যুব সংগঠন কার্যালয়ে ব্যাপক ভাঙচূর,লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমরা দুর্বৃত্তদের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই তদন্তের মাধ্যমে এই দুর্বৃত্তের দল কে চিহ্নিত করে বাংলাদেশের প্রচলিত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি। আশাকরি অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীদের মুখোশ সকলের সম্মুখে তুলে ধরা হবে। সেইসাথে সংগঠন সম্পর্কে উক্ত চিহ্নিত মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

(মোছাঃ সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা)

প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক

আলোর প্রদীপ যুব সংগঠন।

মোবাইলঃ০১৭৩৪-০১৩১৪১

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button