সোনাতলায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই, শুক্রবার সকালে সোনাতলার সরকারি নাজির আখতার কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাশ। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সোনাতলা উপজেলা আহ্বায়ক সভাপতি পীতম ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া বেগম রুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ নজমুল হোসেন,সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি,এম আহসান হাবিব,সরকারি নাজির আখতার কলেজের সহকারী অধ্যাপক ওবায়েদ আলী, প্রভাষক বিশ্বজিত, প্রভাষক আবু সাঈদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সোনাতলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুরাদুল ইসলাম মারুফ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন,সঙ্গীত, নৃত্য,আবৃত্তি ও অভিনয় বিষয়ে অংশগ্রহণ করে।