বগুড়ার খবর

প্রতিবাদ

গত ২০ তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় ‘সোনাতলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ,পাঁচজন আহত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিও করা, কাউকে মারপিট করাসহ অন্যান্য যেসব ঘটনার অবতারণা ওই সংবাদটিতে করা হয়েছে তাও মিথ্যার অপলাপ মাত্র। প্রকৃত ঘটনা হলো-ওইদিন আমি পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের একটি কর্মসূচিতে উপস্থিত থেকে হরিখালীর গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় কর্মসূচিটির ভিডিও করছিলাম। এসময় হঠাৎ করে হাঁসরাজ গ্রামের আব্দুস সামাদের ছেলে মাহমুদুল হাসান বাবু সেখানে উপস্থিত হয়ে আমাকে গালমন্দ করে ও মারপিট করে। আমি প্রকাশ্যে বৃক্ষরোপণের ভিডিও করলেও সে অযথাই অন্য বিষয়ের অবতারণা করে আমার সম্মানহানি করে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় মুরুব্বীরা মাহমুদুল হাসান বাবুর কাছে গেলে তিনি তাঁদেরও গালমন্দ করেন এবং মারপিট করার চেষ্টা করেন। মাহমুদুল হাসান বাবু নিজে এবং এবং অনুগত কয়েকজন লোক নিয়ে হালকা ভাঙচুর করে ও ভয়ভীতি প্রদর্শন করে। এলাকাবাসী এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।
সংবাদে যে স্কুল ছাত্রীর কথা উল্লেখ করা হয়েছে সেই ছাত্রীকে আমি চিনিইনা এবং কোনদিন তার সাথে আমার কোন কথা হয়নি। হরিখালী প্রিপারেটরী কেজি স্কুলের পরিচালকের সাথে যে কেউ যোগাযোগ করলেও বিষয়টি যে সত্য নয় সেটি নিশ্চিত হতে পারবে।
আমি এধরণের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

মোঃ শিহাব উদ্দীন
হাঁসরাজ, সোনাতলা,বগুড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button