সাঘাটায় প্রকল্প অবহিতকরণ সভা

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১টায় সীড প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার বেসরকারি সংস্থা গণ উন্নয়ন (জিইউকে) এর আয়োজনে ও স্ট্রোম ফাউন্ডেশন এর সহায়তায় অনুষ্ঠিত সীড প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সামশীল আবেফিন টিটু। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুল কাফী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় গ্রামীণ অতিদরিদ্র, ক্ষমতাহীন, সামাজিকভাবে বঞ্চিত, প্রান্তিক পরিবারের(ক্ষুদ্র জাতিগত সম্প্রদায়সহ) সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয় ।