সারাদেশ
সাঘাটায় ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

জয়নুল আবেদীন,সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ (৪৭) ও সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত অনুমান ২ টার দিকে সাঘাটা বাজার সংলগ্ন নিজেদের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা দুজনই ইজাহারভুক্ত নিয়মিত মামলার আসামী। দীর্ঘদিন আগে উচ্চ আদাল থেকে জমিন হলেও নিম্ন আদালত থেকে জামিন না হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে সাঘাটা থানায় গত ৩১ /১০/ ৩০২৩ ইং তারিখে জিআর মামলা নং ১৪ দায়ের হয়। যার ধারা-১৫(৩)/২৫ ডি ১৪৩/১৮৬/২২৫/৩৩২/৩৫২/৪২৭/৩৪ পেনাল কোড।