বগুড়ার খবরশিক্ষাশিল্প-সাহিত্য-সংস্কৃতি

সোনাতলায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো আব্দুল লতিফ মানবতা কেন্দ্র

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

 

সোনাতলায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো কবি-লালন গবেষক ড. আজাদুর রহমান এর বাবা প্রয়াত আব্দুল লতিফ আকন্দের নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল লতিফ মানবতা কেন্দ্র’। মঙ্গলবার সকালে সোনাতলা বড় বাজারে বগুড়া বার্তা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের সমন্বয়কারী ও ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ করেন সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, সংস্কৃতিকর্মী হারুন অর রশীদ। অনুষ্ঠান সঞ্চালন করেন ফ্রি ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল লতিফ আকন্দ একজন বিদগ্ধ ব্যক্তি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই যোগ্য সন্তান কবি-লালন গবেষক ড. আজাদুর রহমান এই জনপদের সকলের প্রতি ভালবাসা প্রদর্শন করে যে কার্যক্রম শুরু করলেন মানবতার কল্যাণে আগামী দিনে সেই কার্যক্রম আরও বেগবান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button