সরকারি নাজির আখতার কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৮ এপ্রিল রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্নাতক সম্মান শ্রেণি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু তালহা মোহা: মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক এইচএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের,সদ্য যোগদানকৃত প্রভাষক ফাতিমা আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন, সহ সভাপতি মোঃ আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সদস্য প্রভাষক মোছাঃ কামরুন নাহার, বিশ্বজিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা। এর আগে ৪১ তম বিসিএস থেকে নবাগত ৭ জন কর্মকর্তা যোগদান করায় অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ তাদেরকে ফুলেল সংবর্ধনা দেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানোনো হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর।