সাঘাটার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন

জয়নুল আবেদীন,গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। ২৭ এপ্রিল রাত অনুমান ১০টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার সকাল ১১টায় সাঘাটা উপজেলা পরিষদ চত্তরে তাঁকে প্রশাসনিভাবে গার্ড অব ওনার প্রদান কালের উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, বোনারপাড়া পুলিশ তদন্ত ইনচার্জ পবিত্র কুমার, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রয়, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী আরও অনেকেই। পরে উপজেলা পরিষদ চত্বরে জানাযা শেষে উপজেলা সদর বোনারপাড়া সরকারি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এর ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম, দৈনিক করতোয়া পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব মনজুর, পলাশা বাড়ী উপজেলা প্রতিনিধি মঞ্জুর কাদির মুকুল, সুন্দুরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রতিনিধি আমিনুল হক ও সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীন ও সাঘাটা উপজেলার কর্মরত সকল সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ নেন।
প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন স্থানীয় এমপি মাহমুদ হাসান রিপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক আজহারুল ইসলাম করতোয়া ও বাংলার বাণী পত্রিকার সাবেক সাঘাটা উপজেলা প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ১ কন্যা সন্তান রেখে গেছেন।