তেকানী চুকাইনগর এএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি’র জীবনাবসান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার তেকানী চুকাইনগর এ এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা বিজ্ঞান একাডেমি’র সম্পাদক নুরুজ্জামান বিএসসি ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজের সময়ের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।
এদিকে তেকানী চুকাইনগর এ এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা বিজ্ঞান একাডেমি’র সম্পাদক নুরুজ্জামান বিএসসি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, স্পেক্ট্রা হেক্সা ফিডস্ লিমিটেড এর এজিএম কৃষিবিদ এনামুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমন ও বগুড়া বার্তা’র প্রকাশক আবু রায়হান ।