বগুড়ার খবর
সোনাতলায় মুজিবনগর দিবস পালিত

লতিফুল ইসলাম
বগুড়ার সোনাতলায় মুজিবনগর দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রফেসর রফিকুল আলম বকুল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক।