সোনাতলায় অনলাইনে উপজেলা পরিষদচেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. লীটন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় অনলাইনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। রোববার দুপুরে সোনাতলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ উন্মুক্ত মঞ্চে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল সভা থেকে তিনি অনলাইনে মনোনয়নপত্র নির্বাচন কমিশন বরাবর দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিদা হাসান খান টিটো, প্রভাষক রুহুল আমিন হিরু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, যুগ্ম সম্পাদক নিপুন আনোয়ার কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুহেলী চক্রবর্তী, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ওয়াছিয়া আক্তার রুনা, ইশারাত আক্তার ইমু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রতনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র দাখিল শেষে দোয়া করা হয়। একই দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন যথাক্রমে উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো ও ওয়াছিয়া আক্তার রুনা।