শিহিপুরের বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম (লিলটু) এর দাফন সম্পন্ন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
গতকাল বগুড়া সোনাতলা দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ শিহিপুর এলাকার মৃত কে এম হাসেন আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম (লিলটু) (৬৯) দাফন সম্পন্ন ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২ এপ্রিল মঙ্গলবার সন্ধা ০৬ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে হাসপাতলে মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম দীর্ঘ দিন ধরে এ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের জানাজা নামাজ সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল ও একদল চৌকশ পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলীম, বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাস, সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান রনি,আবুল কালাম আজাদ বাবু, আব্দুস সালাম ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলামের মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১০০০০৬৬২, বেসামরিক গেজেট (২২৫৮)।