প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী’র শোক ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলার সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর অরুণ বিকাশ গোস্বামীর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলার সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে স্থানীয় ভোজনশালা রেস্টুরেন্টে এ শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন প্রয়াত অরুণ বিকাশ গোস্বামী’র অনুজ, সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী, সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ, সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম, সাবেক প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা সারওয়ার জাহান, সাবেক প্রদর্শক সারোয়ার জাহান,উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, দড়ি হাঁসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মিলন, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম ও যুদ্ধদলিল বগুড়া’র সমন্বয়ক রাশেদুজ্জামান রণ।
স্মরণসভা সঞ্চালন করেন আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল।
উল্লেখ্য, গত ৯ মার্চ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী ইহলোক ত্যাগ করেন।