সারিয়াকান্দিতে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যােগে আলােচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুনজু ,সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকালে সারিয়াকান্দিতে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যােগে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য সাহাদারা মান্নান।
ইসলামিক ফাউন্ডেশন সারিয়াকান্দি উপজেলা শাখার ফিল্ড সুপার মির আরিফ হােসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ পুত্র ও আমিরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, শাহিনুর বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম,ইউনুস আলী,ইসলামিক ফাউন্ডেশন সারিয়াকান্দি উপজেলা শাখার পরিচালক মাওলানা এনামুল হক চন্দনী।