বগুড়ার খবর

বগুড়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়া সদরে মুঠোফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক অটোরিকশা চালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এক দম্পতিকে তাদের মেয়েসহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাওয়াল বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তার মরদেহ শুক্রবার দুপুরে শজিমেক হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতাররা হলেন, নিহতের প্রতিবেশি রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন। বৃহস্পতিবার রাতেই নিহত সাওয়ালের বাবা আজিজুল হক গ্রেফতার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, সাওয়ালের প্রতিবেশি রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরি হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনি সাওয়ালকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তাঁর স্ত্রী ও মেয়ে তিনজন মিলে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই রেজাউলকে তার স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করা হয় । তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button