বগুড়ার খবর

আদমদীঘিতে হুমকির মুখে পুরো স্কীমের চাষাবাদ

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ফসলি মাঠের একটি স্কীমের সেচ কার্যক্রম পরিচালনাকারী আহম্মেদ আলীর বিরুদ্ধে কৃষি জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পানি সেচের অভাবে উপজেলার সান্দিড়া ও কলসা মৌজার প্রায় ৫০ বিঘা জমিতে এখনো পর্যন্ত বোরোধানের চাষাবাদ শুরু করতে পারেনি সেখানকার কৃষকরা। তারা নতুন করে সেচ প্রকল্প স্থাপনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক যুগ ধরে উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মছির আলীর ছেলে আহম্মেদ আলী তার নিজ কৃষি জমিসহ প্রায় অর্ধশত বিঘা জমিতে সেচ দিয়ে আসছিলেন। কিন্তু তিনি বৃদ্ধ হওয়ায় সঠিক ভাবে সেচ প্রদান করতে পারেন না। এ জন্য ধানের ফলন আশানুরূপ হয়না। প্রতিকার চেয়ে গত বছরের ১২ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৭জন কৃষক সম্মিলিত ভাবে একটি লিখিত অভিযোগ করেন। সে জন্য গত মৌসুমে কোনো রকমে চাষাবাদ করে ফসল ঘরে তুলতে পারলেও চলতি মৌসুমে নিজ জমি ছাড়া অন্য কারো জমিতে তিনি পানি দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আহম্মেদ আলী। নিরুপায় হয়ে ওই স্কীমের ৩২জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন গত ২৩ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করেন। সেই আবেদনে নতুন করে অনতি বিলম্বে তারা সেচ প্রকল্প স্থাপনের দাবী জানান।

স্কীমে পানি সেচের বিষয়ে জানতে চেয়ে সেচ কার্যক্রম পরিচালনাকারী আহম্মেদ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী কাল রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button