বগুড়ার খবর

বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির এর মা’র মৃত্যুতে শোক

ইকবাল কবির লেমন

বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির এর মা মোছাঃ সুরাইয়া বেগম ২১ ফেব্রুয়ারি ভোর ৩টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। বৃহস্পতিবার বাদ আছর সোনাতলার আমলিতলা ঈদগাঁহে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. নুরে আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল আলম খান নিপুসহ স্থানীয় জনসাধারণ। পরে তাঁকে কাবিলপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির এর মা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল আলম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ ও সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button