বগুড়ার খবর

সংবাদ প্রকাশের পর সোনাতলা সংবাদের সম্পাদককে হত্যার হুমকি: থানায় জিডি

স্টাফ রিপোর্টার

 

‘সোনাতলায় সিজারে নবজাতকের মৃত্যুঃ প্রসুতিকে আটকে রেখে অতিরিক্ত বিল আদায়ের চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদের সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হত্যা অথবা মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছে সোনাতলার আলোচিত সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকার সোনালী হাসি কমিউনিটি হসপিটাল ও ডায়াগনন্টিক সেন্টারের তত্বাবধায়ক ও সুখানপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হুমায়ন কবির ইমরান। তিনি গত ১ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন জনের মাধ্যমে হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন সাংবাদিক মামুন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ‘গত ১ ফেব্রুয়ারী পত্রিকার বার্তা প্রধান আব্দুর রাজ্জাকের তথ্য চিত্রে ”সোনাতলায় সিজারে নবজাতকের মৃত্যুঃ প্রসুতিকে আটকে রেখে অতিরিক্ত বিল আদায়ের চেষ্টা” শিরোনামে সংবাদ প্রকাশের পর পত্রিকাটির সম্পাদক হিসেবে আমাকে বিভিন্ন ভাবে হত্যা, সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট, মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। তাই ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেছি।’
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাধারণ ডায়েরীর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের গর্ভবর্তী জাকিয়ার সিজার অপারেশনের পর নবজাতকের মৃত্যু হয়। এরপর অসহায় পরিবারটি চাহিদা মতো টাকা দিতে না পাড়ায় প্রসুতিকে ক্লিনিকে আটকে রাখা হয়। এছাড়া সোনালী হাসি কমিউনিটি হসপিটাল ও ডায়াগনন্টিক সেন্টার গত বছরের ২৭ সেপ্টেম্বর সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকার গৃহবধু শিউলী বেগমের নরমাল ডেলিভারী করার সময় টানা হেচরার কারনে নবজাতকের মৃত্যু হয়। ২০২২ সালের ২০ জুলাই ওই ক্লিনিকে সিজার অপারেশন করাতে গিয়ে শিমু বেগম (২৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। সে গাবতলী উপজেলার কদমতলী এলাকার মোহাম্মাদ আলীর মেয়ে। এছাড়া ভুল চিকিৎসার শিকার হন বটতলা এলাকার ফারুক হোসেন মুকুল। এর প্রতিবাদে ২০২২ সালের ২৯ জুন সচেতন এলাকাবাসি ও জাগরণ রক্তদান সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button