বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি

ধুনটে উৎসাহে শেষ হলো ঐতিহ্যবাহী বকচর মেলা

রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলাপাড়া এলাকায় ঐতিহ্যবাহী বকচর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাকে ঘিরে প্রতিবছর এ মেলায় জামাই-শ্বশুরের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। সাধারণ মানুষের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ একদিনব্যাপী এ মেলায় অন্তত অর্ধ কোটি টাকার মাছ কেনাবেচা হয়ে থাকে। মেলা উপলক্ষে আশপাশের ৩০ থেকে ৪০ গ্রামে রীতিমতো বয়ে যায় উৎসবের আমেজ। কারো বাড়িতে এসেছে নববধু আবার কারো বাড়িতে জামায়ের আনন্দ ভ্রমন। এই মেলায় মাাছ কিনতে এসে ভির করে এলাকার হাজারো মানুষ। উপজেলার বকচর মেলা প্রতি বছর মাঘ মাসের শেষ দিকে বসে। ঐতিহ্যবাহী এই মাছের মেলা এলাকায় জামাই মেলা নামে বিখ্যাত। মেলা থেকে মাছ কিনে জামাইরা শ্বশুর বাড়িতে আসে।

প্রায় আড়াইশ বছর ধরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলাপাড়া এলাকার এই মেলায় বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি নানা পদের মাছ। মেলা উপলক্ষে সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসে অনেকে। মেলায় বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে আসে ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘা আইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গলদা চিংড়ি, বাইম মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছ। বড় আকারের মাছের প্রতি আগ্রহ অনেকটাই বেশি। জামাই-শ্বশুরদের মধ্যে হয় সে মাছ কেনার নীরব প্রতিযোগিতা।

বিক্রেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে তারা মেলায় মাছ বিক্রি করতে এসেছেন। এখানে উৎসবের আমেজে প্রতিযোগিতার মাধ্যমে ক্রেতারা মাছ কিনেন। মেলায় হাজার হাজার মানুষ ভিড় করেছেন। মাছের পাশাপাশি মেলায় বসে আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের পসরা। ৪০, ৫০ ও ১২০ কেজি ওজনের নানা পদের মাছের ঠাঁই হয়েছে মেলায়। আর এসব দেশি বিদেশি মাছ সাশ্রয়ী দামে কিনতে পেরে খুশি স্থানীঢ ক্রেতা ও দর্শনার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button