বগুড়ার খবরবিজ্ঞান ও প্রযুক্তি

আদমদীঘিতে বিজ্ঞান মেলার উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এমন শ্লোগানকে প্রতিপাদ্য করে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে দশটার সময় উপজেলা সভাকক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে একটি রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

২৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, নাহিদ সুলতানা তৃপ্তি, রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন করে। শেষে মেলায় তাদের উদ্ভাবনের স্বীকৃতি এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button