বগুড়ার খবর

সোনাতলায় একই পরিবারের ২১ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

আব্দুর রাজ্জাক

‘হামাগেরে মতো জন্মান্ধ ও অসহায় মানুষেগেরোকে এর আগে কেউ কম্বল দেয়নি, হামাগেরোক প্রথম কম্বল দিল ইউএনও । এর আগে খাবার দিছিলো বগরোর এসপি। হামরা ভিক্ষা করে খাই। হামরা দেখপ্যার পাইনা তো কি হছে? হামরা আজ খুশি। আল্লাহ সবার ভাল করুক।’ এমনিভাবে আবেগঘন ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছিলো অন্ধ মোবারক। কারণ আজ সে পেয়েছে ইউএনওর উপহার কম্বল। শুধু মোবারক নয়, বগুড়ার সোনাতলা উপজেলার ছোট বালুয়া পূর্বপাড়ার ৪১ সদস্য পরিবারের ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধি ও ২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে সরকারিভাবে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকা, বালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মণ্ডল ও ইউপি সদস্য আপেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button