সোনাতলায় বঙ্গবন্ধু ও প্রগতি সমাবেশ

ইকবাল কবির লেমন
বঙ্গবন্ধু ও প্রগতি মেধা অন্বেষণ-২০২৩ এর পুরস্কার বিতরণ উপলক্ষ্যে শনিবার দুপুরে বগুড়া’র সোনাতলায় বঙ্গবন্ধু ও প্রগতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংসদ সদস্যপুত্র সাখাওয়াত হোসেন সজল। প্রধান বক্তার বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা। বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মণ্ডল, তাহেরুল ইসলাম তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু ও প্রগতি মেধা অন্বেষণ পর্ষদ এর আহ্বায়ক রায়হান কবীর। বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আক্তার রুনা, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, প্রভাষক নুর আলম লিখন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সভাপতি লাবিব হোসেন খান, সহ-সভাপতি মুরাদুল ইসলাম মারুফ। অনুষ্ঠান সঞ্চালন করেন বঙ্গবন্ধু ও প্রগতি মেধা অন্বেষণ পর্ষদ এর যুগ্ম আহ্বায়ক ও সরকারি নাজির আখতার কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান।
বঙ্গবন্ধু ও প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সাহাদারা মান্নান।