বগুড়ার খবর

আলুর মড়ক রোগ দমনে ও বীজতলা রক্ষায় সোনাতলায় কৃষি কর্মকর্তার উঠান বৈঠক

ইকবাল কবির লেমন


আলুর আলুর মড়ক রোগ (লেট ব্রাইট রোগ) দমনে ও বীজতলা রক্ষায় সোনাতলায় উঠান বৈঠক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আলু ফসল যাতে লেট ব্রাইট রোগে (মড়ক রোগ) আক্রান্ত না হয় এবং তীব্র শীত ও ঘন কুয়াশা থেকে বেfরো ধানের বীজতলা রক্ষার্থে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। চলমান এ কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করছেন সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ, উপ-সহকারী কৃষি অফিসার হামিদুর রহমান ও নয়ন চন্দ্র শীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button