সারাদেশ
নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাগরিবের নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে আহত কিশোরী মাহি আক্তার (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাহি কাহারোল উপজেলার দ্বীপনগর বগুড়াপাড়ার বাসিন্দা। গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে নামাজ পড়ার সময় তাকে ছুরিকাঘাত করে আরিফ হোসেন (১৮+) নামে এক যুবক। হামলার পর মাহিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, মাহির বাবা জুয়েল রানা ঘটনার পর মামলা দায়ের করেছেন, যা এখন হত্যা মামলায় পরিণত হবে। অভিযুক্ত আরিফ হোসেন কাহারোলের ভাঁতগা গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।