রবিউল ইসলাম শাকিল
, বগুড়ার সোনাতলায় বাড়ির আঙিনায় বাবার লাশ রেখেই মঙ্গলবার এসএসসি পরীক্ষা দিয়েছেন মুসলিমা আক্তার তাসলিমা। জেলার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঐ গ্রামে তদের পারিবারিক কবরস্থানে মুসলিমার বাবা মুস্তাফিজুর রহমান মোস্তা'র দাফন সম্পন্ন হয়। এর আগে মুস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় স্থানীয় হরিখালি বাজারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মুসলিমা এ বছর হরিখালী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থী মুসলিমা জানায়, হঠাৎ বাবার অসুস্থ্যতার খবর আসে বাড়িতে, এরপরই আকস্মিক মৃত্যুর খবরে
নিজেকে সামলাতে পারছিলাম না। তবুও সবার কথাতে আজ পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু বাবাকে মনে পড়ছিল বারংবার। এ বিষয়ে কেন্দ্র সচিব আব্দুল হাই জানান, তাসলিমা ভেঙে পড়েছে তবে আমরা চেষ্টা করেছি তাকে সান্ত্বনা ও সাহস দিয়েছি যেন মনোবল না হারিয়ে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মৃত্যুর খবর শুনে তাসলিমার বাড়িতে গিয়ে তাকে সাহস যুগিয়ে পরীক্ষায় অংশ নিতে বলি। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, মুসলিমার বাবার মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি। সবাইকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে এটিও চিরন্তন সত্য কথা। মেয়েটি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিশ্চিত করুক এটাই কামনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েটিসহ তার পরিবারের খোঁজখবর রাখা হবে।