বগুড়ার খবরক্রীড়া

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা্র ফাইনালে বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ান সোনাতলা

স্টাফ রিপোর্টার

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে ফাইনাল খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে সোনাতলা উপজেলা দল। বগুড়া সদর উপজেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে তারা এই গৌরবময় জয় ছিনিয়ে আনে। সোনাতলা উপজেলা দলের হয়ে বালিকা ফুটবলে অংশগ্রহণ করা অধিকাংশ খেলোয়াড় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ১৩ অক্টোবর বগুড়ার সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান সোনাতলা দল তথা সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইনচার্জ) আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল আমিন রঞ্জু, উজ্জল হোসেন খোকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button