৪০ ঘণ্টা পর মেঘনায় ভেসে উঠল নিখোঁজ কিশোর সিয়ামের মরদেহ


নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর সিয়াম মিয়ার (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকায় নদীর পাড়ে লাশটি ভেসে ওঠে। সকাল ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি তীরে তুলেন।
সিয়াম রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকার বাসিন্দা জুনায়েদ মিয়ার একমাত্র সন্তান এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও বন্ধুদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিয়াম ১১ জন বন্ধুর সঙ্গে পান্থশালা ফেরিঘাট এলাকায় গোসলে নামে। সাঁতার না জানলেও বন্ধুরা ঝাঁপ দেওয়ায় সিয়ামও জেটি থেকে নদীতে লাফ দেয়। কিছুক্ষণের মধ্যেই মেঘনার তীব্র স্রোতে সিয়াম ভেসে যায় এবং নিখোঁজ হয়।
ঘটনার পর রায়পুরা ফায়ার সার্ভিস তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে। পরদিন টঙ্গী থেকে একটি ডুবুরি দল যোগ দেয়। তবে সন্ধ্যায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়। আজ সকালে লাশটি ভেসে উঠলে পরিবার ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানিয়েছেন, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।