১১ তম গ্রেড বাস্তবায়নসহ তিনদফা দাবিতে সোনাতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সোনাতলা, বগুড়ার ব্যানারে সোনাতলায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে সোনাতলা উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন স্টেডিয়ামে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সরকার প্রতিশ্রুত ১১ তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের যৌক্তিক দাবিতে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, শেখ মোহাম্মদ বাদশা মিয়া, ১১ তম গ্রেড বাস্তবায়ন পরিষদ, সোনাতলা উপজেলা কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক সলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য নিপুন মোহন্ত, আনোয়ার সাদাত, নুরে রাসেল, মতিনুর রহমান,শফিকুল ইসলাম, জুলফিকার রহমান বিদ্যুৎ, অলিউল্লাহ্, রেজাউল করিম, ফয়জুল হক, মুঞ্জুরুল ইসলাম, এটিএম আনিসুর রহমান, তাহমিদা মমতাজ, ফারহানা ফরহাদ, মার্জিয়া আক্তার, জেসমিন আক্তার, আব্দুর রাজ্জাক প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ। তাঁরা অতি দ্রুত সহকারী শিক্ষক সমাজের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সহকারী শিক্ষকদের প্রতি আহ্বান জানান।



