নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা পৌর এলাকার কানুপুর গ্রামে ১ শ’ ৭ বছরের প্যারালাইসিস আক্রান্ত বৃদ্ধের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন ‘প্রভাতের আলো তরুণ সংঘ’র সদস্যরা। ৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় প্যারালাইসিস আক্রান্ত শতবর্ষী বাচ্চু শেখ নামের ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে প্রভাতের আলো তরুণ সংঘের সদস্যরা একমাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন । উল্লেখ্য, প্যারালাইসিস আক্রান্ত শতবর্ষী বাচ্চু শেখের স্ত্রী ছাড়া পরিবারে আর কেউ নেই। স্ত্রী জহুরা বেগম অন্যের বাড়িতে চেয়ে-চিন্তে যা
পান তাই দিয়ে চলে তাঁদের পরিবার। এ সময়ে প্রভাতের আলো তরুণ সংঘের চেয়ারম্যান জেমস খান ওই বৃদ্ধের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি বলেন, আমরা সবসময় এই পরিবারের পাশে আছি এবং থাকবো। শতবর্ষী এই ব্যক্তি মৃত্যুবরন করলে দাফন কাফনের সমস্ত খরচ বহন করবে আমাদের সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুণ সংঘের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহান ইসলাম, দপ্তর সম্পাদক রিদয় খাঁন, সদস্য রাজিব খাঁন, সাইম বাবু, বাবু খাঁন ও তাওহীদ।