হ্যারিসের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ টাইগারদের

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটীয় লড়াইয়ে আরও একবার ব্যর্থতার সাক্ষী হলো বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো টাইগাররা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৭.২ ওভারে, ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়, তখনও ইনিংসের ১৬টি বল বাকি ছিল। এই পরাজয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত হলো সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হারের পর, শেষ ম্যাচেও একই হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রইলো। বাংলাদেশের এই হারের পেছনে মূল নায়ক পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস। তাঁর বিধ্বংসী অপরাজিত ১০৭ রানের ইনিংসই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। হারিসকে যোগ্য সঙ্গ দেন সাইম আইয়ুব, যিনি ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহানের (১) উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব এবং মোহাম্মদ হারিস ৯২ রানের এক অপ্রতিরোধ্য জুটি গড়ে তোলেন, যা ম্যাচ থেকে বাংলাদেশকে অনেকটাই ছিটকে দেয়। সাইম আইয়ুব আউট হলেও, হারিস একপ্রান্ত আগলে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। হাসান নওয়াজ ২৬ রানে এবং অধিনায়ক সালমান আগা ১৫ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের বোলিং আক্রমণে কিছুটা সফলতার মুখ দেখেন মেহেদী হাসান মিরাজ, যিনি ২টি উইকেট শিকার করেন। এছাড়া তানজিম সাকিব ১টি উইকেট লাভ করেন।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল উড়ন্ত সূচনা করে। ওপেনার পারভেজ হোসেন ইমনের অনবদ্য ৬৬ রান এবং তানজিদ তামিমের ঝড়ো ৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৯৭ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে তোলে। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতেই ১১০ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন, কিন্তু দিনশেষে তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হলো না।