সারাদেশ

সাঘাটায় মাদ্রাসা প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল আলিমর আহত হয়েছে। মাদ্রাসার আধিপত্য নিয়ে কমিটির সভাপতির সাথে বিরোধের জের ধরে গত বুধবার রাত অনুমান ৮ টার দিকে কামালেরপাড়া ইউনিয়নের মিুলবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক আলিমকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উক্ত মাদ্রাসার সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার জাবতীয় কাগজপত্র প্রধান শিক্ষকের কাছে চেয়ে আসছেন। কিন্তু প্রধান শিক্ষক আব্দুল আলিম কাগজপত্র দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষকের সাথে সভাপতির বিরোধ শুরু হয়। বিরোধের সূত্র ধরে সভাপতি নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এলাকার প্রভাবখাটিয়ে প্রধান শিক্ষক আব্দুল আলিমকে নানাভাবে হুমকি দিতে থাকেন। গত বুধবার রাতে প্রধান শিক্ষক আব্দুল আলিম মেলান্দহ বাজার থেকে রাত ৮ টার দিকে বাড়ি ফেরার পথে শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে সভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক রক্তাক্ত যখম ও গুরুতরভাবে আহত হয়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে আব্দুল আলিমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে উক্ত সভাপতি নজরুল ইসলাম সহ ৬ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। এ বিষয়ে বাদী আব্দুর রশিদ বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button