হাতিম ফার্নিচারের ডিলার এন এম আবু জিহাদের উদ্যোগে আনন্দ নৌ ভ্রমণ ও আলুঘাটি পার্টি

ইকবাল কবির লেমন
হাতিম ফার্নিচার, বগুড়া’র ডিলার এন এম আবু জিহাদের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও আলুঘাটি পাটি অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শুক্রবার এই আনন্দ নৌ ভ্রমণ ও বগুড়ার বিখ্যাত আলুঘাটি পার্টি অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি কালিতলাঘাট হতে আনন্দ নৌ ভ্রমণ শুরু হয়। এতে অংশগ্রহণ করে বগুড়ার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটরেরা ও স্থানীয় সুধীজন। শুক্রবার সকাল ৯ টায় নাচ-গান আর আনন্দ-উল্লাসে নৌ ভ্রমণের নৌকাটি সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের অপরূপ সুন্দর বিনোদন স্পট ধারাবর্ষার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা ১২ টায় নৌকাটি ধারাবর্ষায় নোঙর করে। শুরু হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না, যমুনা স্নান ও ঘোরাঘুরি পর্ব। এরই এক ফাঁকে এন এম আবু জিহাদ কর্তৃক স্থাপন করা টিউবওয়েলের উদ্বোধন করা হয়। বেলা ৩ টার দিকে হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটির সাথে দুপুরের আহার গ্রহণের পর্ব। দুপুরের খাবার শেষে ক্লীন বাংলাদেশ গড়ার লক্ষে ধারাবর্ষা বিনোদন স্পটে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। এর পরে ফটোসেশন শেষে শুরু হয় প্রত্যাবর্তনের পালা। বিকেল ৪ টায় নৌ ভ্রমণের নৌকাটি যমুনা নদীতে উজানের দিকে রওনা দেয়। রাত ৮ টায় নৌকাটি ভেড়ে কালিতলা ঘাটে। ভেঙে যায় মিলনমেলা। একে অপরের সাথে হ্যান্ডসেক করে ইতিবাচক কাজের প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সকলে।