বগুড়ার খবর
সোনাতলায় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা

সোমবার দুপুরে সোনাতলা পল্লী উন্নয়ন অফিসের সভাকক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র হোপ প্রকল্পের উদ্যোগে এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
সংলাপ সভা সঞ্চালন করেন পল্লীশ্রী’র হোপ প্রকল্পের মোকামতলা, বগুড়া অফিসের সমন্বয়কারী তাইয়্যেবাতুন নেহার প্রীতি। সংলাপে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ নূহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, যুব উন্নয়ন অফিসার শাহ্ জামাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম, পল্লীশ্রী’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, ফিল্ড ফ্যাসিলিটেটর জয়ন্ত রায়, দেলোয়ার হোসেন ও উপজেলা ও ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ।