স্বতন্ত্র প্রার্থী জামায়াত-বিএনপির ভোটের আশায় তাকিয়ে আছে- আ.লীগ নেতারা
গাইবান্ধা-৫ আসনে নিবাচনী জনসভা

সাঘাটা (গাইবান্ধা)প্রতিনিধি
জয়নুল আবেদীন,গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বোনার পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন কমিটির সমন্বয়ক এ্যাড. সফুরা বেগম রুমি। বিশেষ অতিথি ছিলেন,জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য মাহবাবুব আরা বেগম গিনি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপিত আবু বক্কর সিদ্দিক। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে নয়, নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।
নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ নেতারা বলেন,আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তারা “ছাট বিএনপি”। তারা বিএনপি জামায়াতের ভোটের দিকে দাকিয়ে আছে। নেতারা বলেন,স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের কেউ নয়, তাই তাদের ভোট দেয়া মানে আওয়ামী লীগ কে ভোট দেয়া নয়। তাই ভুল না করে ৭ জানুয়ারি নৌকায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
এছাড়া বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে ও মোসলেম উদ্দিন বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি এ্যাড. সামশীল অঅরেফিন টিটু, সহসভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, সহ সভাপতি আহসান কবির সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।