রবিউল ইসলাম শাকিল,
বগুড়ার সোনাতলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র ক্রীড়া ও বিনোদনস্থল সোনাতলা স্টেডিয়ামের মাঠে সড়ক নির্মাণের জন্য পিচ পোড়ানোর প্রস্তুতি বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাঠের এক পাশে সড়ক নির্মাণ সামগ্রী ফেলে রাখার পর শুরু হয়েছিল পিচ পোড়ানোর প্রস্তুতি, যা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। স্টেডিয়ামটি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা, স্বাস্থ্য সচেতন মানুষের হাঁটাহাঁটি ও এলাকাবাসীর অবসর কাটানোর গুরুত্বপূর্ণ স্থান। অথচ সম্প্রতি মাঠটির একাংশে নির্মাণ সামগ্রী রেখে পরিবেশদূষণকারী কার্যক্রম চালু করা হচ্ছিল, যা বাধাগ্রস্ত করছিল মাঠ ব্যবহারকারীদের স্বাভাবিক কার্যক্রম। এই পরিস্থিতিতে ২১ এপ্রিল (সোমবার) এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও স্বীকৃতি প্রামানিক। তিনি বলেন, শিশুদের খেলাধুলার স্থানে এধরনের কার্যক্রমের
কোনো সুযোগ নেই। যারা এই কাজ করেছে, তাদেরকে সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশনা দেয়া হয়েছে। খুব শিগগিরই স্টেডিয়ামে নিষেধাজ্ঞাসূচক সাইনবোর্ডও টানিয়ে দেয়া হবে। স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী জানান, আমাদের শিশুরা মাঠে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিল না। পিচ পোড়ানো শুরু হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতো। শিশু ও বৃদ্ধদের জন্য তা ছিল বড় স্বাস্থ্যঝুঁকি। সাংবাদিক ইকবাল কবির লেমন জানান, এর আগেও এ ধরনের কাজের বিরুদ্ধে তৎকালীন ইউএনও সাঈদা পারভীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবারও বর্তমান ইউএনও স্বীকৃতি প্রামানিক সাহসিকতার সাথে ব্যবস্থা নেয়ায় তাকে ধন্যবাদ জানাই। প্রশাসনের এই দ্রুত ও জনবান্ধব হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সোনাতলাবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতে মাঠের পরিবেশ রক্ষায় নিয়মিত তদারকি ও কড়াকড়ি থাকবে, যাতে শিশুদের নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত হয়।