বগুড়ার খবর

সোনাতলা সদর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মিনাজুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী টিম সদস্যদের নিয়ে এক দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনাতলা উপজেলা জামায়াত অফিস মিলনায়তনে এই কর্মশালা সম্পন্ন হয়। সোনাতলা

সদর ইউনিয়ন শাখার আমীর মুহা. মোনারুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নাজিমুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নাজিমুদ্দিন বলেন, আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে নির্বাচনী টিম সদস্যদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
কর্মশালায় নির্বাচনী প্রচার-প্রচারণা, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ইউনিয়ন শাখার টিমের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

ক্যাপশন- উপজেলা জামায়াতের অফিসে সদর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজিমউদ্দীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button