নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন কৃষক দলের আহ্ববায়ক মোঃ জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সোনাতলা উপজেলা শাখার আহ্ববায়ক মোঃ এমদাদুল হক বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সোনাতলা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মানজেদুর রহমান মানজু, যুগ্ম আহবায়ক মোঃ শফিউল্লাহ , মোঃ বকুল সরকারসহ কৃষক দলের নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি এমদাদুল হক বাদশাহ বলেন, মানুষ জেগে ঊঠেছে। ফ্যসিস্টরা পালিয়ে গেছে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। মেহ্নতি কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে সে
সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বাবু। আলোচনা সভা শেষে মোঃ জিয়াউর রহমান জুয়েল কে সভাপতি ও মোঃ বাবুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দল সোনাতলা দলের সোনাতলা সদর ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্থান পাওয়া নেতৃৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান আলী,সহ সভাপতি মোঃ শাহজাহান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন,মোঃ রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ এ টিএম খায়রুল আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আলী,দপ্তর সম্পাদক শ্রী প্রতাপ কুমার,প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ হাসান রাজা,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ।