সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
সোনাতলা রেলওয়ে দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর,২০২৪) রাতে সোনাতলা পিটিআই মোড়ে হেনা ফার্মেসীর স্বত্বাধিকারী এম মশিউর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন তকি মেডিকেলের
স্বত্বাধিকারী একেএম আহসান হাবীব রাজা, ব্যবসায়ী মোনারুল ইসলাম বিটু, আবু মান্নাফ খান সৈকত ও পাভেল। পরে সর্বসম্মতিক্রমে একেএম আহসান হাবীব রাজাকে সভাপতি ও এম মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।