বগুড়ার খবর
সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম এখন ❝সোনাতলা মহিলা কলেজ❞

ডেস্ক

বগুড়ার সোনাতলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ৫ই আগস্টে সরকার পতনের পর, দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নাম সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির নতুন নাম রাখা হয়েছে ‘সোনাতলা মহিলা কলেজ’।
২০২৫ সালের ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের মোট ৬০টি স্কুল ও কলেজের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।