সাঘাটা-ফুলছড়িবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহমুদ হাসান রিপন এমপি

৩৩ গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী,দুই উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি-বে-সরকারি কর্মকর্তা, কর্মচারী, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থীসহ দুই উপজেলারবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পবিত্র মাহে রমজান শেষে
বিশ্ব মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে দুই উপজেলার প্রতিটি পরিবারের জন্য অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।
সোমবার (৮ এপ্রিল) এমপি মাহমুদ হাসান রিপন তাঁর ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম তারেক এর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঈদুল ফিতরের এই শুভেচ্ছা জানান।
এমপি মাহমুদ হাসান রিপন তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের উৎসব সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়।
এই দিনে প্রতিটি পরিবার তার প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান ।