স্টাফ রিপোর্টার
শনিবার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সোনাতলা প্রেসক্লাবের ৩০ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সোনাতলা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নিপুন আনোয়ার কাজল ও সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসাইন মজনু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি লতিফুল
ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রভাতের আলো পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি মাহুমুদুর রশীদ সোহেল। অন্যান্য পদে বিজয়ীরা হলেন- যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মিজানুর রহমান রনি, অর্থ সম্পাদক পদে হারুন অর রশীদ, ক্রীড়া-সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক পদে মিনাজুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ্ আল মামুন ও আবু ওয়াহাব স্বপন। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা ও থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।