সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা প্রাথমিক শিক্ষক ও সরকারি কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অপূর্ব চন্দ্র রায় (সমবায় অফিসার) ও সিরাজুল ইসলাম (প্রধান শিক্ষক, সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা
হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম। ৪৮৮ জন ভোটার এ নির্বাচনে ১০টি পদের প্রার্থীদের মধ্য থেকে পছন্দের প্রার্থীদের ভোটদান করেন। নির্বাচনে মহাসচিব পদে বিশুরপাড়া রইচ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, অর্থ সচিব পদে আমলিতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সলিম উদ্দিন নির্বাচিত হন। সেইসথে এই প্যানেলের সকলেই নির্বাচিত হন।