ইকবাল কবির লেমন
সোনাতলা প্রাথমিক শিক্ষক ও সরকারি কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহবুব-সলিম প্যানেল বিজয়ী হয়েছে। এ প্যানেল থেকে মহাসচিব নির্বাচিত হয়েছেন বিশুরপাড়া রইচ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান ও অর্থ সচিব নির্বাচিত হয়েছেন আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সলিম উদ্দীন। সোনাতলা প্রাথমিক শিক্ষক ও সরকারি কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-অর্থ সচিব পদে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদত হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে দড়ি হাঁসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহবুবা খাতুন,হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিনুর রহমান,বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ আনোয়ারুল ইসলাম,পশ্চিম তেকানী মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক ও চর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অপূর্ব চন্দ্র রায় (সমবায় অফিসার) ও সিরাজুল ইসলাম (প্রধান শিক্ষক, সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম। ৪৮৮ জন ভোটার এ নির্বাচনে ১০টি পদের প্রার্থীদের মধ্য থেকে পছন্দের প্রার্থীদের ভোটদান করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-মহাসচিব(পরিচালক সদস্য) পদে মোহাম্মদ আলী ছিদ্দিক ও সহ-অর্থ সচিব(পরিচালক সহ-অর্থ সদস্য) পদে নির্বাচিত হন মোঃ শাহাদৎ হোসেন।