শিক্ষাবগুড়ার খবর
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, বিশিষ্ট শিক্ষানূরাগী রুহুল আমিন রঞ্জু, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন। বক্তব্য রাখেন অভিভাবক মোঃ মতিয়ার রহমান, মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল ও শাহজালাল উদ্দিন।