সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার সোনাতলা থিয়েটার ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনাতলা থিয়েটার ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, বালুয়াহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সোনাতলা থিয়েটারের
সহ-সভাপতি মাসউদুর রহমান তরুণ, সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদুল হাসান প্রিন্স, হারুন অর রশীদ,মামুনুর রশীদ লিংকন, শামীম হোসেন সুজন, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও ফয়সাল আহম্মেদ। পরে সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে সোনাতলা থিয়েটারের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলীকে সোনাতল থিয়েটারের সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। এছাড়াও আগামী পহেলা বৈশাখ যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।