স্টাফ রিপোর্টার
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র উদ্যোগে সোনাতলায় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ জুন) বিকেলে উপজেলার সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়, হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র সদস্য
সচিব শাফিউল ইসলাম বিব্বু, সিনিয়র সদস্য আশরাফুল হায়দার সুমন, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মানিক, আবু সালেহ্, শওকত কবীর, হাসানুর রহমান সজিব, জাফরুল হাসান পাপ্পু প্রমূখ। নেতৃবৃন্দ আগামী দিনে সোনাতলার খেলাধুলার মানোন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।