বগুড়ার খবর
সোনাতলা ও সারিয়াকান্দির বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে তারেক রহমানের শুভেচ্ছা জানালেন আহসানুল তৈয়ব জাকির

ইকবাল কবির লেমন
সোনাতলা্র ৪৯ টি ও সারিয়াকান্দির বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে তারেক রহমানের শুভেচ্ছা জানালেন বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি দুর্গোৎসব নির্বঘ্ন করতে বিএনপি গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তারেক রহমান প্রদত্ব রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিশ্লেষণ করেন। তিনি বলেন, ‘এদেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলের। এদেশে সকলেরই অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ধর্ম-কর্ম পালনের। আর এক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি অতীতেও সহায়ক ভূমিকা পালন করেছে বর্তমানেও করে যাচ্ছে।’